আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ২:২৬

মির্জাপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের সালমা মেয়র নির্বাচিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত মেয়র মো. সাহাদৎ হোসেনের স্ত্রী সালমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

জানাগেছে, নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরের দিন ৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেনের কার্যালয়ে উপ-নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে সাতজন নেতা জরুরি সভা করেন।

সভায় প্রয়াত মেয়র মো. সাহাদৎ হোসেনের স্ত্রী সালমা আক্তারকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে কেন্দ্রের কাছে সুপারিশ করে উপজেলা আওয়ামী লীগ। সালমা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান।

১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি ছাড়া অন্য কেউ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি। তবে নির্বাচনে অংশ নিতে মোট তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

প্রকাশ, গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, গেজেট প্রকাশের পর নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno