আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৪:৪২

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার(৩ আগস্ট) সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচির আয়োজন করে দলের পদবঞ্চিত নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন।


এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তবে পুলিশি প্রহরা থাকায় প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি অন্য কোন সড়কে যেতে পারেনি।


বিক্ষোভ শেষে সমাবেশে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, জেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আহম্মেদ ফারুক, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম,

কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা, সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আ. লতিফ পান্না, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামিম আল মামুন মুকুল, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বিএনপি নেতা সেলিম রেজা প্রমুখ।


বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। আহ্বায়ক কমিটি গত এক বছরেও জেলা বিএনপির পুর্নাঙ্গ কমিটি দিতে পারেনি।

এরপরও আহ্বায়ক কমিটি জেলা-উপজেলাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পকেট কমিটি অনুমোদন দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ কোনো ধরনের সম্মেলন ছাড়া তৃণমূলের মতামত না নিয়েই কথিত বিএনপি কমিটি গঠন করা হয়। এতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno