আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৫৯

যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

 

দৃষ্টি নিউজ:

যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে সুনীল নামে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। তিনি বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করেছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যমুনা নদীর ভূঞাপুর অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনীল মাঝি তার জালে ধরা পড়া ওই বাঘাইড় মাছটি শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে তোলা হয়।


বাজারে তোলামাত্র স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করতে থাকেন। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।


ওই বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলার পরই গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার কিনে এক লাখ টাকা দাম হাকেন। পরে বাবলু হাওলাদার মাছটি ৭৫ হাজার টাকায় মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এছাড়া আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছ বাজারে তোলা হয়।


স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো দেখেননি। যমুনা নদী থেকে ধরা পড়া মাছটি গোবিন্দাসী বাজারে তোলা হলে ক্রেতাদের দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়।


জেলে সুনীল জানান, তিনি অন্য জেলেদের মত যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তারা কয়েকজন নদীতে জাল ফেলেন। রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরা পড়েনি।


এ বিষয়ে বাঘাইড় মাছটির ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকের ভিড় দেখে এগিয়ে গিয়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখে কিনতে ইচ্ছে হয়। এসময় অনেকেই মাছটির দর-দাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno