আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:০৯

যমুনায় মা ইলিশ ধরার দায়ে তিন জনের জেল-জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের যমুনা নদীর ভূঞাপুর এলাকা থেকে মা ইলিশ ধরার দায়ে শুক্রবার(১৫ অক্টোবর) সালাম মিয়া(৪০) ও মো. শামীম(৪২) নামে দুইজনকে জেলেকে পাঁচশ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় সরকারি কাজে বাঁধা দেওয়ায় সাইদুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই রায় দেন।


দণ্ডিত সালাম মিয়া ভূঞাপুর উপজেলার চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রির চরের মো. শুকুর মিয়ার ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে।


ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্টেট মোছা. ইশরাত জাহান জানান, মা ইলিশ ধরার দায়ে দুই জেলেকে পাঁচশ’ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা এবং সরকারি কাজে বাঁধা দেওয়ায় এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত ৫০০ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno