আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৩২

যমুনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে দু’জনের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের কাজীর বাজার অংশে যমুনা নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তোফাজ্জল হোসেন ও মাজেদুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার(২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

দণ্ডিতরা হচ্ছেন- হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে তোফাজ্জল হোসেন ও একই এলাকার মো. চান মোল্লার ছেলে মাজেদুর রহমান।

এরমধ্যে তোফাজ্জল হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা এবং মাজেদুর রহমানকে পরিবেশ সংরক্ষণ আইনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লেখিত দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno