আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:২০

‘যমুনা পাড়ের জনপদ’ অনলাইন সংগঠনের সাঁকো তৈরি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ‘যমুনা পাড়ের জনপদ’ নামক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনের অর্থায়নে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে বন্যায় ভেঙে যাওয়া রাস্তার উপর সাঁকো তৈরি করা হয়েছে।

ফলে এবারের বন্যায় গোপিনাথপুর ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াতের ব্যবস্থা হয়েছে।

জানা যায়, গোপিনাথপুর ও রামপুর এ দুই গ্রামের মানুষের যাতায়াতের কাঁচা রাস্তাটি গত বছর বন্যার পানিতে ভেঙে যায়। এ বছর বন্যার পানি বেড়ে যাওয়ায় সাধারণের চলাচলে ওই ভাঙা অংশ মারাত্মক ভোগান্তির সৃষ্টি করে।

বিষয়টি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘যমুনা পাড়ের জনপদ’ গ্রুপের নজরে আসে।

ওই গ্রুপের অ্যাডমিন মো. আব্দুর রহিম, এসএম শাকিল হোসেন, মো. ইসরাফিল হোসাইন, গ্রুপের সদস্য মো. ইয়ামিন, লিমন, তানজিল, রাকিব প্রমুখ রাস্তার ভাঙা অংশে সাঁকো তৈরির উদ্যোগ নেন। পরে তাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে সাঁকোটি তৈরি করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno