আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৩৯

রাইস মিলের চুল্লি থেকে নারীর লাশ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার চাটিপাড়াস্থ থ্রি-স্টর নামক একটি রাইস মিলের জলন্ত চুল্লি থেকে বুধবার(১২ মে) সন্ধ্যায় সুরমা আক্তার(৩২) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সুরমা আক্তার উপজেলা সদরের চাটিপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের মেয়ে ও স্থানীয় এনজিও সেবালয়ের কর্মী।

নিহতের বড় বোন সুমনা জানান, বুধবার ইফতারের পর রাইস মিলের পাশ থেকে লোকজনের কোলাহল শুনতে পেয়ে দৌঁড়ে গিয়ে চুল্লির ভেতর একটা মানুষকে আগুনে জ্বলতে দেখেন।

ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর আগেই দগ্ধ হওয়া মানুষটি মারা যায়। পরে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কালিহাতী পৌরসভার সওদাগর পাড়ার আসাদ সওদাগরের সঙ্গে তার বোনের প্রায় সাত মাস আগে ডিভোর্স হয়।

থ্রি-স্টার রাইস মিলের ভাড়াটিয়া শ্রীদাম জানান, চুল্লিতে আগুন দেওয়া শ্রমিকরা তাকে ঘটনাটি জানায়। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে একটি পুরোপুরি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) সওগাতুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ মামলা বা অভিযোগ করেনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno