দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের বটতলাস্থ বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়ার দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার(৭ অক্টোবর) তাঁর গ্রামের বাড়ি বাসাইল উপজেলার নেধার গ্রামে বাদ যোহর দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিন সকাল ১০টার দিকে শহরের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহল আমিন শরিফের অধীনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
জাতীয় পতাকায় আচ্ছাদিত বীরমুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়ার মরদেহ বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনা হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন বীরমুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া আইড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম মিয়া(৮০) বার্ধক্যজনিত কারণে সোমবার(৭ অক্টোবর) পূর্বরাত ২ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে, সহযোদ্ধা, সহকর্মী, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে কাদেরীয়া বাহিনীর একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।