আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:২৮

রেলকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হচ্ছে :: রেলপথ মন্ত্রী

 

দৃষ্টি নিউজ:

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যাত্রী পরিবহন করে রেলকে লাভজনক অবস্থায় নেওয়া যায় না। লাভের চেয়ে তাই সেবাকেই প্রাধান্য দেওয়া হয় বেশি। আর পৃথিবীর কোন দেশের রেলই লাভজনক নয়।

তবে আমরা রেল খাতকে যুগোপযোগী ও আধুনিকায়ন করে যাচ্ছি। আশা করছি রেল লাভজনক অবস্থায় যাবে।

তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার রেলখাতকে ধংস করে দিয়ে গেছে, তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না।

রোববার(২২ নভেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আগামি ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় যোগদানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, গোপালপুর-ভূঞাপুর আসনের

এমপি তানভীর হাসান ছোট মনির, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারি, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno