আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৪০

র‌্যাবের অভিযানে তিন মাদককারবারী আটক

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস ও গোপালপুরের চর মোহাইল গ্রামে পৃথক অভিযান চালিয়ে শনিবার(২৮ মে) ভোরে ৩১০ গ্রাম হেরোইন ও ১৩ বোতল ফেনসিডিল সহ তিন কারবারীকে আটক করেছে র‌্যাব-১২।


আটককৃতরা হচ্ছেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. জুয়েল রানা(৪০) ও তার সহযোগী একই গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মো. আবু তালেব(৩৮) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর মোহাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরনবী(২৮)।


র‌্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার দিকে রাবনা বাইপাসে এবং ভোর সাড়ে ৫টার দিকে গোপালপুরের চর মোহাইল গ্রামে অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে প্রায় ৩১ লাখ টাকা মূলের ৩১০ গ্রাম হেরোইন সহ জুয়েল ও আবু তালেবকে এবং দ্বিতীয় অভিযানে প্রায় ২৬ হাজার টাকা মূূল্যের ১৩ বোতল ফেনসিডিল সহ নুরনবীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলও জব্দ করা হয়।


র‌্যাব-১২ আরও জানায়, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর ও গোপালপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno