আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:৪৩

লৌহজং নদীর তীরে এক প্রভাবশালীর ভবন নির্মাণ বন্ধ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাণিজ্যিক এলাকা সদর উপজেলার করটিয়া হাটের পাশে লৌহজং নদীর তীর ঘেঁষে এক প্রভাবশালীর ভাবন নির্মাণ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার(১২ জুলাই) সকালে নির্মাণাধীন ভবনের সকল মালামাল সরিয়ে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী আবুল কালাম আজাদ।

ভবন নির্মাতা স্থানীয় এইচএম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ জানান, লৌহজং নদীর পাশের নির্মাণাধীন ভবনের জায়গাটুকু তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন। তিনি যখন ভবন নির্মাণ কাজ শুরু করেন তখন নদীর সীমানা নির্ধারণ করা ছিলনা। তারা পুরো জায়গায় কাজ শুরু করেন।

পরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম এসে নদীর সীমানা চিহ্নিত করে দিয়ে যান এবং তারা ভবনের যে অংশটুকু নদীর সীমানায় ছিল সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং নির্মাণ সামগ্রী সরিয়ে নেন।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, আইন অনুযায়ী নদীর তীর থেকে ৩৩ ফুট পর্যন্ত জায়গা নদীর সীমানা ধরা হয়ে থাকে।

করটিয়ার এইচএম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ নদীর তীর ঘেঁষে ভবন নির্মাণ করছিলেন।

নদীর তীর থেকে নির্মাণসামগ্রী সরানোর আগ পর্যন্ত ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য গত ৮ জুলাই নির্দেশ দেওয়া হয়। পরে সোমবার সকালে ভবন নির্মাতা নদীর অংশটুকুর নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণ সামগ্রী সরিয়ে নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno