আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:২৮

শিশু ও নারী উন্নয়নে সচতেনতামূলক ওরিয়েন্টেশন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৫ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মহী উদ্দিন।

জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, ফলদা ইউপি চেয়ারম্যান

সাইদুল ইসলাম তালুকদার দুদু, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হযরত আলী, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. মিজানুর রহমান প্রমুখ।

ওরিয়েন্টেশনে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, জনপ্রতিনিধি, ইমাম, এনজিও কর্মী, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno