দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) সকালে অ্যাকাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নুরুল আমীন মিঞা।
এ সময় তিনি বলেন, আগামিকাল রোববাল(২৭ অক্টোবর) সকালে শেখ হাসিনা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করবেন, স্বাস্থ ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করবেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. শহীদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোখলেসুর রহমান প্রমুখ।
এসময় মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।