আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:১৪

সখীপুরে পুলিশের গাড়িতে হামলায় আহত ৪, গ্রেপ্তার ৫

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার(১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় ওই রাতেই সাবেক উপজেলা যুবদলের সভাপতি ফজলুল হক বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা হাতেম আলী শিকদারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এসআই ওবায়দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে এজাহারভূক্ত আসামি আবদুল হালিম লাল মামুদকে গ্রেপ্তার করতে উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় পৌঁছলে একদল দুস্কৃতকারী রাস্তায় কাঠের গুড়ি ফেলে পুলিশের গাড়িতে এলোপাথারিভাবে ইট-পাটকেল ও ককটেল মারতে থাকে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ১৯ রাউন্ড সটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় দুস্কৃতিদের হামলায় পুলিশের এসআই দয়াল চন্দ্র সরকার, এএসআই আয়ুব খান, এএসআই ফয়েজ উদ্দিন ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হন। রাতেই তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, পুলিশ সার্কেল সখীপুর-বাসাইল মো. মহসিন ওসি আমির হোসেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, এ ঘটনার পরপরই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিঙ্গাসাবাদ শেষে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno