আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১১:৩৬

সবুজ পৃথিবীর বৃক্ষ রোপণ কর্মসূচি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, রক্ষা হবে পরিবেশ’ স্লোগানে ফলজ-বনজ ও ওষুধি গাছের চারা রোপন কর্মসূচি শুরু করা হয়েছে।

মঙ্গলবার(২২ জুন) টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুর আলাউদ্দিন টেক্সটাইল মিল সংলগ্ন লৌহজং নদীর তীরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

আলাউদ্দিন টেক্সটাইল মিলের চেয়ারম্যান আলহাজ মুহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

প্রকাশ, পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে এ মৌসুমে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে ৮০ হাজার ফলজ-বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno