আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৮:৪০

সব নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রস্তুতি ইসির রয়েছে :: ইসি শাহাদত হোসেন চৌধুরী

 

দৃষ্টি নিউজ:

করোনা সঙ্কট নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) শাহাদত হোসেন চৌধুরী বলেছেন, আসন্ন পৌর নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে নির্বাচন অব্যাহত রয়েছে। যেসব পৌরসভা ও ইউনিয়নের মেয়াদ শেষ হচ্ছে তার নির্বাচন সঙ্গে সঙ্গেই হচ্ছে। সংসদীয় আসন, উপজেলা ও জেলা পরিষদের উপ-নির্বাচনও সুষ্ঠুভাবে হচ্ছে।

একইভাবে কার্যকাল বা সময় শেষ হওয়া ইউনিয়ন, পৌরসভাসহ সংশ্লিষ্ট নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন ও স্থানীয় সার্ভার স্টেশন নির্মাণের জায়গা নির্ধারণ করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শেখ শামসুল আরেফিন, জেলা নির্বাচন কর্মকতা

কামরুল হাসান, মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি সম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno