আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৩:৩০

সভাপতি বিপ্লব-সম্পাদক হারুন :: জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নয়া কমিটি গঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(২৩ আগস্ট) বিকালে শহরের ভিক্টোরিয়া রোডের শামসুর রহমান খান মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে তিন বছর মেয়াদী এ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি। অনুষ্ঠান পরিচালনা করেন, টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়।

নয়া কমিটিতে মাহমুদুর রহমান খান বিপ্লবকে সভাপতি এবং হারুনুর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সভাপতি পদে শামসুল হক, সহ-সভাপতি পদে বাদশা মিয়া, মো. সোলায়মান, আরজু মিয়া, রাজ বাহদুর, জালাল উদ্দিন; যুগ্ম-সম্পাদক পদে ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক পদে সুমন মিয়া, শুকুর মামুদ, মো. কাশেম; সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, প্রচার সম্পাদক পদে ওসমান শেখ, সহ-প্রচার সম্পাদক পদে সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলু মিয়া, কোষাদক্ষ মাজেদুর রহমান, সহ-কোষাধ্যক্ষ কদুস মিয়া, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মো. ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানকে মনোনীত করা হয়।
সংগঠনের কার্যকরী সদস্যরা হচ্ছেন, দানেশ মিয়া কালু, চাঁন মিয়া, ছানোয়ার হোসেন, দুলাল মিয়া, সোনা মিয়া, তুহিন আনছারী, মোখলেছুর রহমান অন্তর, শাহাদত মিয়া, কোরবান মিয়া।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণাকালে সংগঠনের নতুন এবং সদ্য বিদায়ী নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno