আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:১৫

সরকার যুব সমাজের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে :: এমপি ছানোয়ার হোসেন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন বলেছেন, যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহন করেছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ও নানা অপরাধমূলক কর্মকান্ডের হাত থেকে নিরাপদে রাখা সম্ভব।

শুক্রবার(৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল পৌরসভার পাড়দিঘুলীয়াস্থ তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশে এসব কথা বলেন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল হোসেন লিন্টু।

ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- তানাকা স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাতিল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সোহেল রানা। অুনষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান সুমন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্নামেণ্টে ৩২টি দল অংশগ্রহন করছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল রানার সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করতে নানা বয়সী নারী-পুরুষ উপস্থিত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno