আজ- ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৪২

সাবেক এমপি শওকত মোমেন শাহজাহানের মৃত্যুবার্ষিকী কাল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের চার বারের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী বুধবার(২০ জানুয়ারি)।

এ উপলক্ষে প্রয়াত শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ, তাঁর পরিবার এবং সখীপুর আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা শওকত মোমেন শাজাহান একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সাংস্কৃতিক কর্মী ছিলেন।

তিনি সবশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্মদিনে, ‘মহাত্মা শেখ হাসিনা অঞ্জলি লহ মোর’ বইটি সম্পাদনা করেন।

তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ, বাসাইল জোবেদা-রাবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনের সাবেক এমপি তাঁর ছেলে অনুপম শাহজাহান জয়, মেয়ে পূণম শারমিন ঝিলমিল, ছোট ভাই সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান

জুলফিকার হায়দার কামাল লেবু প্রয়াত শওকত মোমেন শাহজাহানের আত্মার মাগফেরাত ও শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ২০১৪ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno