আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:০৪

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ বিতরণ

 

দৃষ্টি নিউজ:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব১২) ও ইপিলিয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৮ জুলাই) এক হাজার বন্যার্ত পরিবারের মাঝে প্রায় ১৫ দিনের খাদ্যের সমপরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, সাম্প্রতিক বন্যায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল বিশেষ করে বেলকুচি, কাজীপুর ও চৌহালী উপজেলায় বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে যাচ্ছে।

এমতাবস্থায় র‌্যাব-১২ বন্যার্তদের জন্য সমাজের সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানায়। পরে ইপিলিয়ন ফাউন্ডেশন নামীয় সংগঠনটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

র‌্যাব কমান্ডার মো. এরশাদুর রহমান জানান, মঙ্গলবার বেলকুচি উপজেলায় র‌্যাব-১২ ও ইপিলিয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

তিনি আরো জানান, র‌্যাব-১২ মূল দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

মানবিক কাজের অংশ হিসেবে এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার বেলকুচি উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno