আজ- ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:১১

সৌদিতে বৃহস্পতিবার- বাংলাদেশে শুক্রবার থেকে রোজা

 

দৃষ্টি ডেস্ক:

আল জাজিরার খবরে বলা হয়েছে- সৌদি আরবের আকাশে মঙ্গলবার(২১ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামি বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী বাংলাদেশে শুক্রবার(২৪ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এবং এদিন থেকেই সিয়াম সাধনা অর্থাৎ রোজা শুরু হবে।


চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আরবি ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিন হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই আরবি ক্যালেন্ডারের নবম এই মাসটি শুরু হয়।


মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।


বিশ্বের ১৮০ কোটির বেশি মুসলিম পবিত্র রমজান মাসে রোজা পালন করে থাকেন। মুসলিমরা সিয়াম সাধনার এই মাসটিকে আত্মিক পরিশুদ্ধির অংশ হিসেবে বিবেচনা করে।

এছাড়া এই মাসেই পবিত্র আল কুরআন নাজিল হওয়া শুরু হয়। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা পালন অন্যতম। প্রত্যেক সুস্থ ও সবল মুসলিমের জন্য রোজা পালন করা ফরজ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno