আজ- ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৪:৪৫

স্কুলছাত্র জোবায়েদ হোসেন বাঁচতে চায়

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মো. জোবায়েদ হোসেন বাঁচতে চায়। তার দুটি কিডনিই বিকল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে সপ্তাহে তিন বার ডায়ালাইসিস দেওয়ার পরামর্ম দিয়েছে। প্রতিবার ডায়ালাইসিস করাতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন হয়।


পাইকড়া গ্রামের স্কুলছাত্র মো. জোবায়েদ হোসেনের অটোভ্যান চালক হতদরিদ্র বাবা মো. জাহিদুল ইসলাম ও মাতা আরজিনা বেগমের পক্ষে ডায়ালাইসিসের টাকা যোগার করা কোনভাবেই সম্ভব হচ্ছেনা।

ইতোমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে তারা জমি-জমা সব বিক্রি করে দিয়েছেন। এখন শুধুমাত্র বসতভিটাটুকু অবশিষ্ট রয়েছে। তাকে বাঁচাতে সমাজের সামর্থবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছে পরিবার।

সাহায্য পাঠানো নম্বর ঠিকানা- বিকাশ(পার্সোনাল) ০১৩০৮-৯৩৯৬৭০, মায়ের সাথে যোগাযোগের নম্বর-০১৭৮৪-৭৫৩৮৬২।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno