আজ- ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:৪৫

সড়কের মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা-বল্লা সড়কে কালোহা মৌজার পোষনা বন্ধুবাজারের পশ্চিমে সড়কের পাশে লাগানো মূল্যবান ১০টি সরকারি মেহগনি গাছ বিক্রির অভিযোগ ওঠেছে। হাসড়া গ্রামের জাফর উদ্দিনের ছেলে আলমগীর ওরফে ওয়াদুদ ওই গাছগুলো বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানায়।


স্থানীয়রা আরও জানায়, স্থানীয় প্রভাবশালী আলমগীর ওরফে ওয়াদুদ সড়কের মূল্যবান গাছগুলো কেটে পৌজান বাজারে ছানোয়ার হোসেনের স’মিলে বিক্রি করা হয়েছে।


এ বিষয়ে হাসড়া গ্রামের আলমগীর হোসেন জানান, সড়কের গাছগুলো তাদের জমির সীমানা ঘেষা তাই ওই গাছগুলো তারা বিক্রি করেছেন।


পৌজান বাজারের স’মিলের মালিক ছানোয়ার হোসেন জানান, হাসড়া গ্রামের ওয়াদুদ ১০টি মেহগনি গাছ তার কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করেছেন। রাস্তার পাশের গাছগুলো তিনি ইতোমধ্যে কাটতে শুরু করেছেন। ২-১ দিনের মধ্যেই গাছগুলো কাটা শেষ হবে।


এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno