আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:২৪

সড়ক নির্মাণে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

দৃষ্টি নিউজ:

সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনিএ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনা এড়াতে সড়কের বাঁক কমানো হয়েছে। যেসব সড়কে দুর্ঘটনা বেশি হয় সেসব সড়ক চিহ্নিত করে তা মেরামত করে দেয়া হয়েছে।

রাজধানী ঢাকার সাথে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার।

কোন দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না দিয়ে দুর্ঘটনার শিকার মানুষটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, চালকদের ডোপ টেস্ট করাতে হবে, তাদের জন্য প্রশিক্ষণ ও বিশ্রামগারারেরও ব্যবস্থা করতে হবে। এছাড়া পথচারীদেরও সতর্ক থাকতে হবে। যত্রতত্র রাস্তা পার হওয়া যাবে না। শিক্ষার্থীদের ট্রাফিক আইনের বিষয়েও শিক্ষা দিতে হবে।

তিনি বলনে, দেশের উন্নয়ন হচ্ছে পরিকল্পিতভাবে। করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে উঠা যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno