আজ- ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:০৪

৪ নম্বর সংকেত, অগ্রসর হচ্ছে নিম্নচাপ ‘নাডা’

 

দৃষ্টি নিউজ:

dristy-tv-5
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ‘নাডা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর কারণে আগের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।
শনিবার (৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বলেন, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno