আজ- ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৩:০৩

৭ সোনার মূর্তি সহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব

 

দৃষ্টি নিউজ:

র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানী গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে সোনার নকল মূর্তি সহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) নাটোর জেলার সিংড়া উপজেলার পিপুলসন গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ওই গ্রামের মৃত রুস্তম সরকারের ছেলে মো. শাহীন আলী(৩৩), মো. জোরাব আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম(২৬) ও একই গ্রামের মান্নান সরকারের স্ত্রী মোছা. সুফিয়া বেগম(৫২)।

তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল পিপুলসন গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ৭টি নকল সোনার মূর্তি, সাক্ষরকৃত স্ট্যাম্প, ৩টি ছুরি, একটি চাপাতি এবং ১ টাকা মূল্যের ৪৭০টি কয়েন উদ্ধার করা হয়।

প্রকাশ, ওই সংঘবদ্ধ প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সাধারণ মানুষকে ব্রোঞ্জের মূর্তিকে স্বর্ণের মূর্তি বলে প্রলুদ্ধ করত।

তারা ব্রোঞ্জের মূর্তির নিদিষ্ট অংশে সামান্য স্বর্ণের প্রলেপ দিয়ে সেই অংশ ভেঙে প্রতারিত ব্যক্তিকে পরীক্ষা করার জন্য দিয়ে বিশ্বাস অর্জন করত। অত:পর সাধারণ মানুষ স্বর্ণের মূর্তি ভেবে প্রতারকের ফাঁদে পা দিত।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno