আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ৩:২৮
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের বাবার ইন্তেকাল

দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ দেলোয়ার হেসেনের বাবা মো. আলম হোসেন ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(১৮ মার্চ) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কৃষ্টনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়