আজ- বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫
১৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:২৬
৩ ডিসেম্বর, ২০২৫
১৮ অগ্রহায়ণ, ১৪৩২
৩ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের গড় হার ৬৬.৮৭ শতাংশ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৬.৮৭ শতাংশ। এরমধ্যে এসএসসিতে পাসের হার ৫৩.৫৮ শতাংশ, দাখিলে ৬৭.৭০ শতাংশ, এসএসসি ভোকেশনালে ৭১.০৯ শতাংশ এবং দাখিল ভোকেশনালে ৭৫.১০ শতাংশ। জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানাগেছে।

 

 

 

 

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ৩৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ১৬৪জন। পাসের হার ৫৩.৫৮ শতাংশ। দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৪২৮জন। জিপিএ ৫ পেয়েছে ৯১জন। পাসের হার ৬৭.৭০ শতাংশ।

 

 

 

 

 

 

 

এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭১৭জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন। পাসের হার ৭১.০৯ শতাংশ। দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৪৮ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করেছে ৩৭ জন। দাখিল ভোকেশনাল পরীক্ষায় জেলায় কেউ জিপিএ ৫ পায়নি।

 

 

 

 

 

 

টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় হার ৬৬.৮৭ শতাংশ- যা দেশের ১১টি বোর্ডের গড় পাসের হারের চেয়ে সামান্য কম। তবে তুলনামূলকভাবে টাঙ্গাইল জেলার ফলাফল সন্তোষজনক।

 

 

 

 

 

তিনি জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত।

 

 

 

আবেদন করতে হবে যেভাবে-

শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা।

 

পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-জঝঈ <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন- ১০১, ১০২।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়