আজ- বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫
১৮ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:০৬
৩ ডিসেম্বর, ২০২৫
১৮ অগ্রহায়ণ, ১৪৩২
৩ ডিসেম্বর, ২০২৫, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২

ফেসবুক মনিটাইজেশন চালু করুন নিজেই

দৃষ্টি ডেস্ক:

ফেসবুক বর্তমানে শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, অনেকের জন্য এটি একটি বড় আয়ের প্ল্যাটফর্ম। ভিডিও কন্টেন্ট, লাইভ স্ট্রিমিং কিংবা স্পন্সরড পোস্টের মাধ্যমে আয় করতে চাইলে ফেসবুক মনিটাইজেশন সুবিধা চালু করা প্রয়োজন। ফেসবুক মনিটাইজেশন চালু করে নিজের কন্টেন্ট থেকে সহজেই আয় করা সম্ভব।

 

 

 

 

 

তবে এজন্য কিছু নির্দিষ্ট শর্ত এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, কীভাবে ফেসবুক মনিটাইজেশন চালু করবেন।

ফেসবুক মনিটাইজেশন চালুর ধাপসমূহ-

১. Creator Studio থেকে আবেদন করুন
২. https://business.facebook.com/creatorstudio ওয়েবসাইটে যান।
৩. বাম পাশে Monetization অপশন পাবেন।
সেখানে আপনার পেজ মনিটাইজেশনের জন্য যোগ্য কি না তা দেখা যাবে। যদি যোগ্যতা থাকে, তাহলে Apply বাটনে ক্লিক করে আবেদন করুন। ফেসবুক আবেদন পর্যালোচনা করবে এবং যোগ্য হলে মনিটাইজেশন চালু হবে।

 

 

 

 

 

 

 

ফেসবুক মনিটাইজেশনের জন্য সাধারণত যেসব শর্ত পূরণ করতে হয়:

পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার। গত ৬০ দিনে ভিডিওতে মোট ৬ লাখ মিনিট (৬০,০০০০) ওয়াচ টাইম। কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে। ভিডিওগুলো কমপক্ষে ৩ মিনিট দৈর্ঘ্যের হতে হবে। আপনার পেজ এবং কনটেন্ট অবশ্যই Facebook’s Monetization Policies অনুযায়ী হতে হবে।

 

 

 

 

 

দেশভিত্তিক যোগ্যতা থাকতে হবে (বাংলাদেশ বর্তমানে কিছু ক্ষেত্রে সীমিতভাবে সুযোগ পাচ্ছে, তবে নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তন হয়)।

১. অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন
২. ফেসবুক পেজে About সেকশন পূর্ণ করুন।
৩. প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন।
৪. Two-Factor Authentication চালু রাখুন।
৫. মনিটাইজেশন অ্যাপ্লাই করুন

 

 

 

 

যদি সব শর্ত পূরণ করেন তাহলে Creator Studio থেকে সরাসরি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন যুক্ত হবে এবং আপনি আয় শুরু করতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

 

ফেসবুকের যেসব মনিটাইজেশন সুবিধা রয়েছে-

১. In-stream Ads (ভিডিওর মধ্যে বিজ্ঞাপন)
২. Facebook Stars (লাইভে ভক্তদের স্টার পাঠানোর মাধ্যমে আয়)
৩. Brand Collabs Manager (স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল)
৪. Paid Online Events (অনলাইনে ইভেন্ট আয়োজন করে আয়)
৫. Subscription (ফলোয়ারদের থেকে সাবস্ক্রিপশন ফি)

 

 

 

 

ফেসবুক মনিটাইজেশন চালু করতে হলে অবশ্যই নিয়ম মেনে ধাপে ধাপে কাজ করতে হবে। কনটেন্টের মান উন্নত রাখা, নিয়মিত ভিডিও পোস্ট করা এবং কমিউনিটি গাইডলাইন অনুসরণ করলেই সফলভাবে মনিটাইজেশন চালু করা সম্ভব।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়