আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ১:৫১

ধনবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা শনিবার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হবে আগামি শনিবার(২৬ আগস্ট)। ধনবাড়ীস্থ উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন বন্যা পীড়িতদের জন্য ওই আয়োজন করেছে।
উপজেলার কেন্দুয়া ঘোনারবন্দ মাস্টারবাড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে বিকাল পর্যন্ত চলবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা. মাহবুব আরেফিন রেজানুর। মেডিকেল ক্যাম্প পরিচালনা করবেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন শিমুল। তাকে সহযোগিতা করবেন, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের কর্ণধার কাজী আওলাদুজ্জামান জানান, সারা জেলার ন্যায় ধনবাড়ী উপজেলায়ও বন্যা হানা দিয়েছে। বর্তমানে পানি কমছে, পানি কমার সাথে সাথে বন্যা কবলিতদের মাঝে নানা রোগ-বালাই দেখা দিচ্ছে। উৎসর্গ ফাউন্ডেশন সব সময় অর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ তারই একটা অংশ মাত্র।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno