আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৫৫

টাঙ্গাইলে অপরাধীদের জন্য জিরো টলারেন্স ঘোষণা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় হত্যা, ধর্ষণ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সহ মাদক সংক্রান্ত অপরাধীদের জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। রোববার(১২ নভেম্বর) জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম এই ঘোষণা দেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন শরিফ হোসেন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, র‌্যাব-১২ সিপিসি ৩ এর কমান্ডার বীনা রাণী দাস, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। বক্তারা সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে আরো অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno