আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ৪:৩৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

টাঙ্গাইলে আন্দোলনে আহত পাঁচ পরিবারে বিএনপির আর্থিক সহযোগিতা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার পাঁচটি পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির)।

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের নির্দেশে বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপি সদর উপজেলার বিভিন্ন গ্রামের আহত পরিবারের হাতে দলীয় ওই অর্থ সহায়তা প্রদান করা হয়।


আর্থিক সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হচ্ছে- টাঙ্গাইল সদর উপজেলার মালতিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাবিবুর রহমান, রাবনা নয়াপাড়া গ্রামের মো. মাতম হকের ছেলে মো. আয়নাল হক, রসুলপুর গ্রামের মো. মনছের মিয়ার ছেলে মো. মানিক মিয়া, সাদুল্যাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. আলী হোসেন, সবুজবাগ গ্রামের মোছা. কহিনুর বেগমের মেয়ে মোছা. তালহা। তারা সবাই সাধারণ জনতা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে তারা আহত হন।


আহত ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে সহযোগিতার অর্থ তুলে দেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।


এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির নেতা শফিকুর রহমান লিটন, আতোয়ার রহমান জিন্নাহ, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এমএ বাতেন ও জেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শরীফ সহ বিভিন্ন পযায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এরআগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ধনবাড়ীর ইকরামুল হক সাজিদ, পোশাককর্মী বিপ্লব, ভূঞাপুরের ফিরোজ তালুকদার পলাশ ও গোপালপুরের নলিন গ্রামের কলেজছাত্র ইমনসহ জেলার মধুপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় হতাহত ২৩ পরিবারের মাঝে বিএনপির পক্ষে ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির) আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়