আজ- বৃহস্পতিবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
৩০ মাঘ, ১৪৩১ | রাত ১১:৪৪
১৩ ফেব্রুয়ারি, ২০২৫
৩০ মাঘ, ১৪৩১
১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ, ১৪৩১

অঘোষিত পরিবহন ধর্মঘট :: সারাদেশে বাস চলাচল বন্ধ

দৃষ্টি নিউজ:

ছবিটি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে তোলা
ছবিটি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে তোলা

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত দেয়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদে পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি গ্রুপ অঘোষিত ধর্মঘট আহ্বান করায় সারাদেশে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।
সোমবার(২৮ ফেব্রুয়ারি) ভোর ৭টা থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি থেকে দক্ষিণাঞ্চল-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট এখনো অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা জানায়, ঢাকা থেকে একটি পরিবহন বাসে ওঠার পর বাসটি মহাসড়কে ওঠলে শ্রমিকেরা থামিয়ে দেন। কোন দূর পাল্লার বাসই যাতায়াত করতে দেয়া হচ্ছে না। বিভিন্নস্থানে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে সকল প্রকার পরিবহন বাস বন্ধ করে দিয়েছে।
এদিকে পুলিশ জানায়, সকাল থেকে অঘোষিত পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের গ্রুপ বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
উল্লেখ্য, গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের ৩২ জেলায় বাস চলাচল করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়