দৃষ্টি নিউজ:
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ খন্দকার এনামূল করিম শহীদ গুরুতর অসু্স্থ। তিনি হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর স্ত্রী নাহিদা সুলতানা পলি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশ, তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে মওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং রোভার স্কাউটের টাঙ্গাইল জেলার তিন বারের নির্বাচিত কমিশনার। পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা পলি তার স্বামী লেখক-গবেষক ও বীরমুক্তিযোদ্ধা খন্দকার এনামূল করিম শহীদের আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।