আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:৩১

অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে টাঙ্গাইলের বড় জয়

 

দৃষ্টি নিউজ:

dristy-28
অনুর্ধ্ব-১৬ ক্রিকেটে একদিনের ম্যাচে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ১৭১ রানে নেত্রকোনা জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার(২ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টসে জিতে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ১ বল বাকি থাকতে ১০ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। জবাবে নেত্রকোনা জেলা ক্রিকেট দল ২২ ওভারে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়। ফলে ১৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টাঙ্গাইল। টাঙ্গাইল জেলা ক্রিকেট দল পর্যায়ক্রমে কিশোরগঞ্জ, জামালপুর ও গাজিপুর অনুর্ধ্ব-১৬ জেলা দলের বিপক্ষে খেলবে।
টাঙ্গাইল জেলা ক্রিকেট-অনুর্ধ্ব-১৬ দলের কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাঙ্গাইল জেলা কোচ মো. আরাফাত রহমান ও ম্যানেজার হিসেবে রয়েছেন বাবুল খান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno