দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা তাঁতী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর শহীদ দিবসে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকালে ওই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
টাঙ্গাইল সদর উপজেলার তোরাবগঞ্জ বাজারে অনুষ্ঠিত মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, জেলা তাঁতী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র দাস। ওই মেডিকেল ক্যাম্পে নানা রোগের পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাপত্র দেওয়া হয়।