আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:৩৪
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

দৃষ্টি নিউজ:

dristy-pic-76
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলে শনিবার (৩ ডিসেম্বর) সকালে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রহিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান।
এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার(৩ ডিসেম্বর) সকালে বল্লা প্রজন্ম প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ শতাধিক প্রতিবন্ধী অংশ নেয়।
প্রজন্ম প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আকবর আলী আসা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোফাখ্খারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদ, স্থানীয় আ’লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, যত্ন করলেই রত্ন হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়