আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৫৮

আলাউদ্দিন সিদ্দিকী কলেজে দেয়ালিকা ‘প্রজন্মের কণ্ঠস্বর’ প্রকাশিত

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-56
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদে অবস্থিত আলাউদ্দিন সিদ্দিকী কলেজ প্রাঙ্গণে শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে ‘প্রজন্মের কণ্ঠস্বর’ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ আয়োজন করে।
সকালে কলেজের সভাপতি বেগম লায়লা সিদ্দিকীর পক্ষে ‘প্রজন্মের কণ্ঠস্বর’- এর মোড়ক উন্মোচন করেন, টাঙ্গাইলের জনপ্রিয় সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার সম্পাদক ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন সিদ্দিকী(ঝিন্টু)। দেয়ালিকাটি সম্পাদনা করেছেন, মহান বিজয় দিবস উদযাপন কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মো. ইস্কান্দার মির্জা। dristy-pic-57
এদিকে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে বিজয় ব্যাজ ধারণ, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা, অালোচনা সভা, খেলাধূলা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম মেম্বার ও সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী(ঝিন্টু)। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক উৎপল কুমার সিংহ রায়, বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. আরিফুল ইসলাম তালুকদার(আরিফ), প্রভাষক আব্দুল হালিম মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno