আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ১:১৫
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

আলাউদ্দিন সিদ্দিকী কলেজ ছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ॥ আটক চান মহামুদ রিমান্ডে

দৃষ্টি নিউজ:

dristy-tv-9
টাঙ্গাইলের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের দ্বিতীয় বর্ষের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী আলআমিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বুধবার(২৬ অক্টোবর) মানববন্ধন করেছে তার সহপাঠী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এদিকে, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত আটক সহপাঠী চান মাহমুদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, কালিহাতী প্রেসকাবের সভাপতি রশিদ আহমেদ আব্বাসী, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ। কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আহ্বান করলেও তা দীর্ঘ হয়ে আউলিয়াবাদ বাজার ছাড়িয়ে যায়।dristy-tv-11
বক্তারা কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামানের ব্যাপক সমালোচনা করে বলেন, মোটরসাইকেল ভাংচুরের কোন ঘটনাই ঘটেনি। অথচ পুলিশ মামলাটি ভিন্নখাতে নেয়ার জন্য মোটরসাইকেল ভাংচুরের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রচার চালাচ্ছেন। তারা বলেন, মূলত: কলেজেরই অপর ছাত্র অনিক হত্যাকান্ডের সাক্ষী থাকায় বা অন্য কোন কারণে আলআমিনকে খুন করা হয়েছে।
অপরদিকে, সহপাঠীকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ওই কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী চান মাহমুদকে পুলিশ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী(কালিহাতী থানা) আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে। আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।dristy-tv-10
প্রকাশ, সোমবার(২৪ অক্টোবর) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসা বাণিজ্য বিভাগের ছাত্র আল আমিন(১৭)কে ডেকে নিয়ে তারই সহপাঠী চান মাহমুদ সহযোগীদের নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত চান মাহমুদকে(১৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আলআমিনের বাবা আব্দুল আলী বাদী হয়ে চান মাহমুদসহ ৪-৫জনের নামে কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এরআগেও কলেজরই অপর ছাত্র অনিক(১৭)কে ঘাতক চান মাহমুদ বিষাক্ত মাদক খাইয়ে কৌশলে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়