আজ- ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:২৪

আসছে ‘দুলাভাই জিন্দাবাদ’

 

দৃষ্টি বিনোদন:

মিম

মিম

অচিরেই শুটিং শুরু হচ্ছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির। ওই ছবিতে বিদ্যা সিনহা মিম ভালোবাসা এমনই হয় মুক্তির সপ্তাহ দুয়েকের মাথায় নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন বিদ্যা সিনহা মিম। এর আগে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন মৌসুমী। গ্রামীণ পটভূমিতে এই ছবির গল্প গড়ে উঠেছে দুলাভাই ও শ্যালিকাকে ঘিরে।
চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রে অভিনয় মিমের জন্য এ এক নতুন অভিজ্ঞতা। ছবিটিতে কাজের ব্যাপারে মিম বলেন, ‘প্রথমত, গল্প ভালো লেগেছে। দ্বিতীয়ত, এর আগে চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রে অভিনয় করিনি। এ কারণেই ছবিটিতে কাজ করতে আগ্রহী হয়েছি।’
এই ছবিতে মিমের বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী, দুলাভাইয়ের চরিত্রে ডিপজল আর তাঁর স্ত্রীর ভূমিকায় থাকবেন মৌসুমী।
দুলাভাই জিন্দাবাদ ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ২১ ফেব্রুয়ারি সাভারের লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno