আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১৭

ইন্টারনেট সার্ভিসে ৭ দিন বিঘ্ন ঘটতে পারে….বিটিসিএল

 

দৃষ্টি নউজ:

dristy-picure-2
২১ অক্টোবর(শুক্রবার) রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর(বৃহস্পতিবার) দুপুর ২টা পর্যন্ত ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বৃহস্পতিবার(২০ অক্টোবর) বিটিসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিটিসিএল এর বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর খবরে বলা হয়, সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিঘ্ন ঘটতে পারে। ওই সময়ে বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno