আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:২৪

ইবি স্কুলছাত্র মোমিন হত্যায় সহপাঠী ও তার মা গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

tangail-student-mominol-27-09-2016টাঙ্গাইলের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ মোমিন (১৮) হত্যা মামলায় তাঁর এক সহপাঠী ও সহপাঠীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার(২ অক্টোবর) রাতে সাভার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান ভূঁইয়া বলেন, মোমিনের সঙ্গে তাঁর ওই সহপাঠীর মায়ের অনৈতিক সম্পর্ক ছিল। বন্ধুর সঙ্গে মায়ের এমন সম্পর্কের কথা জানতে পেরে মোমিনকে হত্যার সিদ্ধান্ত নেয় তাঁর সহপাঠী।
জানাগেছে, গত ২৬ সেপ্টেম্বর স্কুলে না গিয়ে মোমিনের পিছু নেয় ওই সহপাঠী। পরে সহপাঠী তাদের বাড়ির কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে মোমিনকে পেয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়। সহপাঠীর মা মোমিনের লাশ অদূরে ফেলে রেখে ছেলেকে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা মোমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোমিনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno