দৃষ্টি নিউজ:
উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার(০১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে সাত দফা দাবিতে উত্তরবঙ্গ ট্যাংক লরি, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ঘোষণা দেন।
পণ্য পরিবহণের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশ হয়রানি বন্ধ। পণ্য পরিবহণের বাম্পার সাইড অ্যাঙ্গেল এবং হুক একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার। ট্যাক্স টোকেন, ফিটনেল, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ। বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ সাত দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি নুর কায়েম সবুজ।