আজ- শনিবার | ২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১ | রাত ৪:৫০
২৫ জানুয়ারি, ২০২৫
১১ মাঘ, ১৪৩১
২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ, ১৪৩১

এইচএসসি ও সমমানে পাসের হার ৬৮.৯১

দৃষ্টি নিউজ:

dristy.tv-78
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮.৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। গতবারের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। রোববার(২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষের ৫৯ দিনের মধ্যে ১০টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার এই ফলাফল ঘোষণা হলো।
এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। আট লাখ এক হাজার ৭১১ জন উত্তীর্ণ হয়। পাসের হার ৬৮.৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া আট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ৭৪.৭০ ভাগ শিক্ষার্থী পাস করেছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সঠিকভাবে খাতা মূল্যায়ন করার কারণে এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৭১.৩০ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাস করেছে ৬৫.৪৪ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.০২ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৩৩ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.২৮ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন পরীক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন পরীক্ষার্থী।
পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছেলেদের পাসের হার ৬৭.৬১ ভাগ আর মেয়েদের পাসের ৭০.৪৩ ভাগ। এছাড়া ৫৩২টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থীই পাস করেছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়