আজ- মঙ্গলবার | ১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১ | রাত ১:০৩
১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

এমপি আনার হত্যা :: শিলাস্তির সর্বোচ্চ শাস্তি চান পরিবার

দৃষ্টি নিউজ:

শিলাস্তির দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত আলোচিত চরিত্র শিলাস্তি রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। শনিবার (২৫ মে) দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গ্রামে।


সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, শিলাস্তিদের পুরো বাড়ি ফাঁকা। তাদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি।

এমপি আনার হত্যায় গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমান

তবে বাড়ির ভেতরে কোনো আসবাবপত্র নেই। এ সময় পাশের ঘর থেকে বেরিয়ে আসেন শিলাস্তির দাদা বীরমুক্তিযোদ্ধা সেলিম মিয়া।


তিনি জানান, দুই বোনের মধ্যে শিলাস্তি বড়। তার বাবা আরিফুর রহমান জুট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এলেও দুই একদিন পর আবার চলে যেত।

শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল এবং বাড়ির বাইরে দিনের পরদিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়ে দেন সেলিম মিয়া ও তার পরিবারের লোকজন। তার পর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে সেলিম মিয়া তার নাতনির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়