দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অন্যতম আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়েছে। সোমবার(১৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল কারাগার থেকে তাকে স্থানান্তর করা হয়।
এমপি রানাকে নিয়ে একটি সাদা মাইক্রোবাস দুপুর পৌনে ২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়। বিকাল ৫টার দিকে মাইক্রোবাসটি কাশিমপুর কারাগারে প্রবেশ করে। এমপি রানাকে ১নং কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।
টাঙ্গাইলের কারাধ্যক্ষ (জেলার) রিতেশ চাকমা টিনিউজকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এমপি আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইলের এই কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) তাঁকে টাঙ্গাইল কারাগারের চিকিৎসাকেন্দ্রে (হাসপাতালে) রাখা হয়েছিল।