আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | রাত ১১:৫৫
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

এমপি রানা ও তিন ভাই সহ সকল আসামীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

দৃষ্টি নিউজ:

dristy-9
টাঙ্গাইলের অালোচিত বীরমুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অন্যতম আসামী এমপি রানা ও তার তিন ভাই সহ সকল আসামীর দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে রাজপথে জেলার মুক্তিযোদ্ধারা। টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের ব্যানারে জেলঅর মুক্তিযোদ্ধারা শনিবার(১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আনোয়ার উল আলম শহীদ, সেলিম তালুকদার, আব্দুর সবুর খান বীর বিক্রম, ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি প্রমুখ।

[vsw id=”xdv72Z8kpmg” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
সমাবেশে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীও ছিলেন। পুলিশের তদন্ত রির্পোটে খান পরিবারের হাতে সে নির্মমভাবে হত্যা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বঙ্গবন্ধু হত্যা এবং রাজাকারদের বিচার করতে পারেন, তাহলে তিনি অবশ্যই মুক্তিযোদ্ধা ফারুক হত্যারও বিচার করবেন।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়