দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের নবনির্বাচিত এমপি হাসান ইমাম খান সোহেল হাজারিকে রোববার(১২ মার্চ) বিকালে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর পুরাতন বাজারে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়।
বারিকুল আজাদ মিন্টুর সভাপতিত্বে গণসংবর্ধিত এমপি সহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বল্লা ইউপি চেয়াররম্যান হাজী চান মাহমুদ পাকির, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাভলু প্রমুখ।