আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৩৭

এমার্জিং এশিয়া কাপ বসছে ঢাকায়

 

দৃষ্টি স্পোর্টস:

dristy-dir-87
চলতি বছর এশিয়ার আট জাতির অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট। ১৫ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টে আয়োজক বাংলাদেশ। সোমবার(৬ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, আরব আমিরাত ও হংকংকে নিয়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, টেস্ট খেলুড়ে দেশগুলোর ‘অনূর্ধ্ব-২৩ দলের প্লেয়াররা খেলবেন এই টুর্নামেন্টে। তবে টেস্ট খেলুড়ে দেশগুলো নিজ নিজ দলে জাতীয় দলের চারজন প্লেয়ার নিতে পারবে। আর সহযোগী দেশগুলোর জাতীয় দলই খেলবে’
টুর্নামেন্টটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সবকিছু বিবেচনা করে বাংলাদেশেই বসছে এর প্রথম আসর।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno