দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলসেতুর পশ্চিম পাশে গ্যাস লাইন সংলগ্ন এলাকার অবৈধ বালুঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেকের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।
অভিযান চালানোকালে ভ্রাম্যমান আদলতের উপস্থিতি টের পেয়ে বালুখেকুরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত ওই অবৈধ বালুঘাটে ভেকু মেশিন(খননযন্ত্র) ও মাটি বহনকারী ট্রাকের ব্যাটারি খুলে নেয়।
এ সময় এলেঙ্গা পৌর ভূমি কর্মকর্তা মো. কামরুজ্জামান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।